রিফাতহত্যা কি আপনার বিবেক দংশন করছে?
বেশ কিছুদিন ধরে একটা ব্যাপার নিয়ে খুব দ্বিধার মধ্যে আছি। সম্প্রতি বাংলাদেশে জনসম্মুখে দিনের আলোয় একটি ভয়ানক খুনের ঘটনা ঘটে গেছে। যেখানে আমরা দেখতে পাই একটি যুবককে বাকি ৪-৫ যুবক ধরে অমানবিকভাবে কোপাচ্ছে। যুবকটি রক্তাক্ত অবস্থায় ছুটে বেড়াচ্ছে অসহায় অবস্থায় সাহায্যের জন্য, নিজেকে রক্ষা করার জন্য। । কিন্তু সবাই শুধু দেখছে, এসে সাহায্য করা বা প্রতিবাদ করার জন্য কেউ নেই। এখানে একটা প্রশ্ন মনে উঁকি দেয়? যারা খুনটা দিনের আলোয় সবার সামনে করলো, তাদের যেমন শাস্তির দরকার, ঠিক সেইরকম যারা এই ভয়ানক দৃশ্য উপভোগ করল, তাদের বিধানটা কে দেবে?
একটা জিনিস খুব আশ্চর্য্যের। সেটা হল সম্পূর্ণ ঘটনাটির ভিডিও কেউ কিভাবে করতে পারলো? মনুষ্যত্ব নামক জিনিসটির অস্তিত্ব কি আর নেই নাকি? অপরাধীর মতো যে অপরাধকে দেখে সহ্য করে, সেও কি সমানভাবে দায়ী? অনেকরকম প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে? পুরো ঘটনাটি কি আগে থেকে পরিকল্পিত? নাকি হঠাৎ করে রাগের বশে প্রতিশোধ নিতে এইভাবে সবার সামনে খুন করা? খুন করতে গেলে তো ঠান্ডা মাথায় খুনিরা তা করতে পারতো। ছেলেটিকে ডেকে নিয়ে গিয়ে কোথাও মেরে লাশ পুঁতে ফেলতে পারতো, তা না করে এইভাবে ডেকে জনসমক্ষে খুন করে নিজেদের কাপুরুষত্ব জাহির করার মধ্যে এমন কি রহস্যময় কারণ আছে? এই ঘটনার পিছনে কি কোনো বড় রাজনীতিবিদের আদৌ হাত আছে? কারণ বাংলাদেশে ইতিমধ্যে এমন ঘটনা আগেও বহুবার ঘটে গেছে। এইধরণের ঘটনা ক্রমশ ঘটতে থাকলে সমাজ অবক্ষয়ের পথে এগোবে। মনুষ্যসভ্যতা ধ্বংস হয়ে যাবে। অরাজকতা আরো বেড়ে উঠবে ও অপরাধীরা আরো বেশি অপরাধ করার প্রশ্রয় পাবে। আমাদের বর্তমান জেনারেশনের উপরে এর প্রভাব খুব খারাপ ও তাদের সুষ্ঠু ও সৃজনশীল চিন্তাভাবনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। আপনার ঘুমিয়ে থাকা বিবেককে এইবারে জাগ্রত করুন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন সেই ব্যাপারে?
দ্বিতীয়ত তাঁর স্ত্রীকে নিয়ে অনেকে অনেকরকম কথা বলছে। বলছে মেয়েটি নাকি চরিত্রহীনা। আচ্ছা, ধরেই নিলাম যে মেয়েটি চরিত্রহীন, কিন্তু তার মানে কোথাও কি লেখা আছে যে তার স্বামীকে এইভাবে মারতে হবে? আসল কথা হচ্ছে আমাদের নৈতিকতা ও আদর্শবাদের গোড়াতেই প্রচুর গলদ। যখনই এই ধরণের কোনো ঘটনা ঘটে, আমাদের মনের অন্তঃকোনে কোথাও না কোথাও মেয়েটির চরিত্র নিয়ে সংশয় জেগেছে। বিশ্বাস করুন, এই সন্দেহ আমার মনেও জেগেছিলো, আপনি অস্বীকার করতে পারবেননা যে, আপনার মনেও এই সংশয় উদ্ভব হয়েছিল।কারণ যাই হোক না কোনো, মেয়েটিও যদি এই খুনের সাথে যুক্ত থাকে বা ধরেই নিলাম, মেয়েটিও এই খুনের সাথে প্ৰত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। সমাজে সেই মানুষগুলোর কি হবে? যারা ঘটনাটার সম্পূর্ণ ভিডিও করলো? ভিডিও করার সময় পেলো, কিন্তু বিবেকহীন এই মানুষগুলো রক্তাক্ত ওই অসহায় যুবকটিকে বাঁচানোর জন্য একবারও কাছে গেলোনা? কে ভালো খারাপ, সেটা বিচার করার আমরা কেউ নই।
আমাদের নিজেদের চারিত্রিক সমস্যার সমাধান সবার আগে দরকার। নয়তো ভবিষ্যতে ওই যুবকটির জায়গায় আমি বা আপনি বা আমার নিজের ভাই, বা আপনার ঘরের ছেলেও থাকতে পারে। ছেলেটার এইরকম অকস্মাৎ মৃত্যুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তার পরিবারের লোকজন ও কাছের মানুষেরা। আমি, আপনি আর ২-৩ মাস বাদে হয়তো সবকিছু ভুলে যাবো, কিন্তু ওর পরিবারের মানুষদের এই ব্যথা নিয়ে সারাজীবন বেঁচে থাকতে হবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে জাগ্রত হওয়া বা প্রতিবাদ করা কোনো বীরত্বের কাজ নয়, এটা মানুষের সামাজিক অধিকার। এই সামান্যতম অনুভূতি একটা সাধারণ জীবেরও থেকে থাকে, সেখানে আমরা তো শিক্ষিত মনুষ্য সম্প্রদায়। আজ আমার নিজেকে অত্যন্ত কাপুরুষ বলতেও কোনোরকম দ্বিধাবোধ নেই, কারণ প্রকৃত পুরুষত্বের প্রমান আমিও দিতে পারিনি, তাই হয়তো আজ কাপুরুষের মতো এই ঘটনা ঘটে যাওয়ার পরে লিখে বিবৃতি দিতে হচ্ছে, বা নিজের মতামত জানাতে হচ্ছে। সত্যিকারের সাহস থাকলে হয়তো রিফাত আজ বেঁচে থাকতো।
আমাদের তরুণ সম্প্রদায়ের জীবন এখন তীব্র সংকটে। এইসব ঘটনা আমাদের মতো তরুণ তরুণীদের জীবনে কতটা প্রভাব ফেলছে তা বলতে পারবোনা, কিন্তু ভবিষ্যতে যাতে এইরকম ভাবে কাউকে প্রাণ না দিতে হয়, সেই ব্যাপারে সচেতন হয়ে ওঠা অবশ্যই এক গুরুত্বপূর্ণ কর্তব্য সবার জন্য। দোয়া করা আর চুপ থাকবেননা, প্রতিবাদের ভাষা গর্জে উঠুক। সমাজ সম্পূর্ণভাবে অরাজকতায় পূর্ণ বা কলুষিত হওয়ার পূর্বে একটু ভাবুন। নিজেদের সনাতনের কথা ভাবুন, তাকে এক আদর্শপূর্ণ সমাজ গড়ে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিন। কোনো পিতামাতা তার সন্তানকে এইভাবে হারাতে চাননা। নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল যেমন আপনি, তেমনি সমাজের প্রতিও দায়িত্বশীল হয়ে উঠুন। আপনার জাগ্রত বিবেক হল আপনার প্রকৃত পরিচয়।
- Rahman Latifur
Comments
Post a Comment