Posts

Showing posts from September, 2019

মহিলাদের জন্য বিবাহের সার্টিফিকেটে 'কুমারীত্ব' বিধি বিলোপের আইন ফলপ্রসূ করলো বাংলাদেশ:

Image
শারীরিক পবিত্রতার দোহাই দিয়ে বিয়ের ক্ষেত্রে কুমারীত্ব বিচার আসলে খুব নগ্ন মানসিকতার বিচার। এই ধরণের মানসিকতা বদলানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এখন। তাই এই আইনকে আমি অবশ্যই সমর্থন করছি। একজন পুরুষ হিসেবে আমাকে যখন আমার কৌমার্যের বিচার দিতে হয়না, তখন এক নারীর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?? মঙ্গলবার বাংলাদেশের শীর্ষ আদালত রায় দিয়েছিলেন যে বিবাহের শংসাপত্র থেকে "কুমারী" শব্দটি অপসারণ করতে হবে বলে বাংলাদেশের নারী অধিকার প্রচারকরা মঙ্গলবার একটি আইনী জয়লাভ করেছেন। একটি মেয়ের কুমারীত্ব কখনো তার চরিত্রের মাপকাঠি হতে পারেনা। যখন আমরা জানি কুমারীত্ব বিভিন্ন কারণের জন্য নষ্ট হতে পারে?? যদিও বা ধরেই থাকি মেয়েটি বিবাহের পূর্বে কোনো কারণে তার কুমারীত্ব নষ্ট করতে বাধ্য হয়েছে তাহলে সেক্ষেত্রে ছেলেটির ক্ষেত্রেও একই নিয়ম হওয়া উচিত। এই নতুন আইন খুব ভালো, কার্যকরী ও আমাদের সংকীর্ণ মনোভাবাপন্ন মানসিকতা বদলাতে হয়তো অনেকটা সাহায্য করবে। আমাদের সমাজের পক্ষে এই মুহূর্তে মানবিক হয়ে ওঠা খুব প্রয়োজনীয়। কারণ কুমারীত্ব নির্ধারণ কখনো একটি বিবাহের ক্ষেত্রে শংসাপত্র হতে পারেনা। একটি মেয়ের এই পরিচয়ের বা...